
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ (ডিবি) শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে আলিপুর মাহমুদপুর শুঁড়িঘাটা এলাকায় দুই বোতল ভারতীয় মদসহ এক ব্যক্তিকে আটক করেছে।
আটককৃতের নাম মোঃ শরিফুল ইসলাম টুটুল (৫৫), মৃত রইচউদ্দিনের ছেলে।
সাতক্ষীরা ডিবির অফিসার ইনচার্জ ওসি নিজাম উদ্দিন মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ হেমায়েত হোসেন ও সঙ্গীয় অফিসাররা অভিযানে টুটুলকে আটক করেন। পরে তাকে নিয়মিত মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে।