
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার সদর উপজেলার মাহমুদপুর গোয়ালপাড়া গ্রামে একটি পোলট্রি খামারে হামলা, মুরগি লুট, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে।
জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন খামারের মালিক ইয়াকুব আলী।
পুলিশ ও ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ৫ আগস্ট গভীর রাতে মো. সাইফুল্লাহ, হাবিবুর রহমান, ইনামুল হক, তুহিন, শাহাদাতসহ ১৫–২০ জন দেশীয় অস্ত্র নিয়ে খামারে হামলা চালায়। তারা প্রায় ১৫০টি মুরগি লুট করে ও ব্যাপক ভাঙচুর চালায়। এতে প্রায় এক লাখ ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ইয়াকুব।
তিনি জানান, জমি নিয়ে পূর্বে একটি মামলা হলে আদালত তার পক্ষে রায় দেন। এরপর থেকেই প্রতিপক্ষরা দখলের চেষ্টা চালাচ্ছিল। হামলার সময় তিনি ও তার পরিবার হত্যার হুমকিও পান। বিষয়টি জানিয়ে সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম ও সাব্বির হোসেন জানান, রাত দুইটার দিকে মুখোশ পরা একদল লোক খামারে ঢুকে হামলা চালায় এবং অস্ত্রের মুখে স্থানীয়দের ভয় দেখায়। ইয়াকুবের চিৎকারে লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।