
এস এম কামরুল হাসান শান্ত, বিজয়নগর: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের হাতে মরহুম আলী আকবর খাঁন স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে ব্যাগ ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি ও প্রতিষ্ঠানটির পরিচালক এস এম কামরুল হাসান শান্ত। স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার সদস্য সাংবাদিক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান খাঁন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ শফিকুর রহমান, বিজয়নগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি স্বজন উপদেষ্টা হাজী মোঃ শাহ আলম, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির বিজয়নগর উপজেলা শাখার সভাপতি, স্বজন উপদেষ্টা এ বি এম মোরশেদ কামাল, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ শিহাব উদ্দিন, চান্দুরা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ফরিদ মিয়া, সাতগাঁও মানব সেবা সংগঠনের সভাপতি নিয়াজ মোঃ আল আমিন, বিশিষ্ট সমাজসেবক ও যুবনেতা মোঃ হাবুল মিয়া, ফারুক মিয়া, স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক হীরা আহমেদ জাকির, মোঃ কামরুল আলম সোহেল, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য মোঃ সানাউল হক, গোলাম কিবরিয়া, শিক্ষক রেখা আক্তার, ঐশী সহ শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।
অভিভাবক সমাবেশে উপস্থিত বক্তারা শিক্ষক, পরিচালনা পরিষদ, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় ভালো কিছু করার প্রত্যাশা করা হয়েছে।












