মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের সাথে কোনো প্রকার আপস নেই-সন্ধান

▪️বগুড়ায় বিভিন্ন কলেজ ক্যাম্পাসে শ্রীশ্রী সরস্বতী পূজা 
▪ছাত্রদলের পক্ষ থেকে পূজা মন্ডপে নিরাপত্তা প্রদান।
▪️ছাত্রদলের সভাপতি সন্ধান ছুটেন শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে। 
ইউসুফ আলী: সোমবার বগুড়ার বিভিন্ন কলেজ ক্যাম্পাসে শ্রীশ্রী সরস্বতী পূজা উৎযাপিত হয়েছে। শহরের বিভিন্ন কলেজ ক্যাম্পাসে সরস্বতী পূজা মণ্ডপ পরিদর্শনে ছুটে যান বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও ছাত্রদল নেতৃত্ববৃন্দ। এইসময় তারা বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ ও সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
সরকারি আজিজুল হক কলেজ পূজা মন্ডপ পরির্দশনে সময় উপস্থিত ছিলেন, অত্র কলেজের অধ্যক্ষ মীর শওকত, কলেজ ছাত্রদলনেতা, রাজিবুল ইসলাম শাকিল, আতিকুল ইসলাম বিপ্লব, রাফিউল, মারফি, রিয়াজ ফাহাদ,অনিক আহমেদ অর্ক প্রমুখ।
সরকারি শাহ সুলতান কলেজ পূজা মন্ডল পরির্দশনে উপস্থিত ছিলেন, অত্র কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, উপাধ্যক্ষ শাহিন সাখাওয়াত চৌধুরী, ইতিহাসের প্রভাষক অরুপ কুমার,ছাত্রদল নেতা হাবিবুর রহমান হিরা প্রমুখ।
পূজা মন্ডপে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময়ে পর বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার বলেন, দীর্ঘ ১৭ বছর পর স্বৈরাচারের হাত থেকে দেশ মুক্ত হয়েছে। স্বৈরাচারের অনুসারীরা এখনো ষড়যন্ত্র করছে।
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের সাথে কোনো প্রকার আপস নেই। ছাত্রদল সনাতন সম্প্রদায়ের ভাই-বোনদের পূজা মণ্ডপ বাড়িঘর,ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় কাজ করছে।ছাত্রদলের নেতৃবৃন্দ একইসাথেশান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপনে সহায়তা করার লক্ষ্যে কাজ করছেন।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ