
রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার আবর্জনা স্তুপীকরণের জন্য নির্ধারিত জমি পরিদর্শন করেন বগুড়া স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক (ডি ডি এল জি) মাসুম আলী বেগ। বৃহস্পতিবার সকালে পৌরসভার আওতাধীন নির্ধারিত স্থানে এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহরিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলার সার্ভেয়ার ভূমি ফেরদৌস হাবিব প্রমুখ।
এসময় স্থানীয় গণমাধ্যম কর্মী, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরাও পরিদর্শন স্থানে উপস্থিত ছিলেন।
জমি পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পৌর এলাকার বর্জ্য সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে নির্ধারিত জমির অবস্থান, পরিবেশ ও উপযোগিতা যাচাই করা হয়েছে। জনস্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা।
স্থানীয় সরকার বিভাগ ও পৌর প্রশাসনের এই যৌথ উদ্যোগে পৌরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ রক্ষায় একটি কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।