
রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলার প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে।
সরকারের উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় আয়োজিত এ কার্যক্রমে ৮১ জন সুফলভোগীদের মাঝে ছাগল ও উপকরণ তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ কাজী আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, সমাজসেবা অফিসার আব্দুল আলীম, প্রাণিসম্পদ অফিসার ডাঃ মীর কাওছার হোসেন, ভেটেরিনারি সার্জন ডাঃ এ জেড এম খালেদ জুলফিকার, এক্সটেনশন অফিসার ডাঃ মোঃ তমাল মাহমুদ, নৃ-গোষ্ঠীর নেতা রঞ্জিত বর্মন, অনেক বর্মন, সোনারাম বর্মন প্রমুখ।
উপকারভোগীরা সরকারের এ উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “এই সহায়তা আমাদের বড় সহায় হবে পরিবারে আয় বৃদ্ধির জন্য।”











