
রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া) : সারিয়াকান্দি উপজেলা কামালপুর ইউনিয়নে বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে এক সাথে ২১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে।
এর মধ্যে ৫ম শ্রেণির ১৬ জন এবং ৪র্থ শ্রেণির ৫ জন। বর্তমানে সকল শিক্ষার্থী সুস্থ আছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
হঠাৎ শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার সঠিক কারণ জানা যায়নি। একজন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারানোর পর বাকী শিক্ষার্থীরা ভয়ে আতংকিত হয়ে অসুস্থ হয়ে পড়েছে বলে হাসপাতাল সূত্রে জানিয়েছেন।
আমিনুল ইসলাম ও ভরসা ফকিরসহ কয়েকজন অভিভাবক জানান, হঠাৎ খবর পাই আমার বাচ্চারা ক্লাসে অজ্ঞান হয়ে পড়েছে। পরে বাচ্চাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই। আসলে এতগুলো বাচ্চা কি কারণে অসুস্থ হলো আমরা বুঝে উঠতে পারছি না। সকল বাচ্চারা সুস্থ থাকায় আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করেন অভিভাবকেরা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলালুর রহমান জানান, ৫ম শ্রেণির ক্লাস বসে দোতলায় এবং ৪র্থ শ্রেণির ক্লাস বসে নিচ তলায়। ৫ ম শ্রেণির একজন অসুস্থ হওয়ার পর বাকি শিক্ষার্থীরা অসুস্থ হয় পড়ে। নিচ তলায় ৪র্থ শ্রেণির কয়েকজন অসুস্থ হয়। শিক্ষার্থীদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব হোসেন সরদার জানান, অসুস্থ বাচ্চাদের হাসপাতালে দ্রুত ভর্তি নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ধারণা করা হচ্ছে একজন বাচ্চা অসুস্থ হওয়ার পর বাকি বাচ্চারা ভয়ে আতংকিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে সকল শিক্ষার্থী সুস্থ আছে। পরিবারের অভিভাবকগণ বাচ্চাদের তাদের নিজ নিজ বাড়িতে নিয়ে গেছেন।