মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সারিয়াকান্দিতে ২২৫০ জন কৃষক পেলেন ধানের বীজ ও সার

রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৪-২৫ অর্থবছরের খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ২,২৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চফলনশীল জাতের আমন ধানের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ , উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী কৃষি কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভোগী কৃষকবৃন্দ।

প্রতিজন কৃষককে ১০ কেজি করে উন্নত জাতের আমন ধানের বীজ,৫কেজি ডিএপি ও এমওপি সার সরবরাহ করা হয়। এ কর্মসূচির উদ্দেশ্য হলো—আবাদযোগ্য জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, উৎপাদন বৃদ্ধি ও কৃষকদেরকে উন্নত জাতের বীজ ব্যবহারে উদ্বুদ্ধ করা।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও শাহরিয়ার রহমান বলেন, “সরকার কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। কৃষি উপদেষ্টার ঘোষণা অনুযায়ী, একটি ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রণোদনার এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “সঠিক সময়ে সঠিক বীজ হাতে পেলে কৃষকরা যেমন উপকৃত হবেন, তেমনি জাতীয় খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হবে।”

অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে আমন ধানের বীজ তুলে দেওয়া হয়। স্থানীয় কৃষকরা এ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই প্রণোদনা প্রকৃত কৃষকদের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে।”

উল্লেখ্য, কৃষি অধিদপ্তরের অধীন “খরিপ- মৌসুমে আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচি”র আওতায় সারা দেশে লাখো কৃষককে এভাবে সহায়তা দেওয়া হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ