শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিলেট চেম্বার অব কমার্সের বোর্ড বাতিলের দাবি

বাবুল খান মুন্না, সিলেট: সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর বোর্ড গঠন করার বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ ও বর্তমান বোর্ড বাতিল করে প্রশাসক নিয়োগ দেয়ার দাবিতে সিলেটের বিভাগীয় কমিশনার এর সাথে ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১ টার সময় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মতবিনিময় শেষে সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীর হাতে স্মারকলিপি প্রদান করেন সিলেট অঞ্চলের ব্যবসায়ী ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সদস্যবৃন্দ।

মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব মো. আব্দুর রহমান রিপন, আমিরুজ্জামান চৌধুরী, নুরুল ইসলাম, শহীদ আহমদ চৌধুরী, মোঃ সামছুল আলম, ফয়েজ আহমদ চৌধুরী, নিয়াজ মো. আজিজুল করিম, মুনিম মল্লিক, মো. আবুল কালাম, আব্দুল হাদী পাবেল, মো. লুৎফুর রহমান লিলু, রেজাউল করিম সুফিয়ান, সৈয়দ মিনহাজ উদ্দিন মুছা, নুরুল ইসলাম সুমন, রাজু আহমদ, মো. মনিরুল ইসলাম, মো. কয়ছর আলী, ফরহাদুজ্জামান চৌধুরী, মো. পিকুল হোসেন, রাসেল আলী, মো. আলকাছ মিয়া, সৈয়দ জাহিদ উদ্দিন, মো. মিজানুর রহমান, মুফতি নেহাল উদ্দীন, হুমায়ুন কবির লিটন, মো. আলী হোসেন, মোহাম্মদ তাজুল ইসলাম, মো. আব্দুল মুমিন তাপাদার, হোসেন আহমদ, মো. মারুফ আহমদ প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, ২০২১ সালের ডিসেম্বর মাসে সিলেট এর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর নির্বাচনের মাধ্যমে বর্তমান সভাপতি তাহমিন আহমদ দায়িত্ব গ্রহণ করেন। কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ২০ জানুয়ারী ২০২৪ইং তারিখে নির্বাচনী তফসিল ঘোষণা না করে গোপনীয় ভাবে সিলেট চেম্বারের পরিচালনা বোর্ড গঠন করা হয়। উক্ত বোর্ড সুবিধাভোগী পরিচালক সহ তাহমিন আহমদ আবার সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন, যা সিলেট চেম্বারের ইতিহাসে নির্বাচন ছাড়া সর্বপ্রথম পরিচালনা বোর্ড।

গঠনতন্ত্রের ধারা ২০ এর (১) ও (২) এর নির্বাচনী তফসিল প্রকাশ ও প্রচার এর সকল নির্দেশনা অমান্য করে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আইন লংঘন করে গোপনীয় ভাবে নির্বাচন দেখিয়ে বোর্ড গঠন করেন যা চেম্বারের সকল সদস্যের সাথে প্রতারণা করা ও সদস্যদের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন করার শামিল। তাই বর্তমান বোর্ড বাতিল করে প্রশাসক নিয়োগ দেয়ার দাবী জানানো হয়।

স্মারকলিপিতে আরো বলা হয়, নির্বাচনের ব্যাপারে সদস্যবৃন্দ আপত্তি করিলে সিলেট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি সহ পাঁচজন পরিচালক পদত্যাগ করেন কিন্তু সভাপতি তাহমিন আহমদ বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন পূর্বক মামলার ভয় দেখান। সিলেট অঞ্চলের ব্যবসায়ীবৃন্দ তাকে মৌখিকভাবে বলার পরও কোন সৎ উত্তর না পাওয়ায় গত ২৫ আগস্ট সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ৪/৫ হাজার ব্যবসায়ীর উপস্থিতিতে বর্তমান বোর্ডের পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ব্যবসায়ী নেতৃবৃন্দ আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় ব্যবসায়ীক শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর অবৈধ নির্বাচন বাতিলসহ তাহমিন আহমদের অনিয়ম ও দুর্নীতির বিষয় তদন্ত পূর্বক ব্যবস্থা করার জন্য বিভাগীয় কমিশনারের নিকট জোর দাবি জানানো হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ