মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ উদযাপন নিশ্চিত করতে সীতাকুণ্ড প্রশাসনের উদ্যোগে উপজেলা পূজা উদযাপন পরিষদ, বিএনপি এবং জামায়াতের নেতাকর্মিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় সীতাকুণ্ড মডেল থানায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার কমল কদর, সদস্য সচিব কাজী মহিউদ্দিন পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা সামছুল আলম আজাদ, পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহমদ সলু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ তাহের, পৌর জামায়াত আমির মাওলানা আলী আকবর,পৌর সদর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নাসির উদ্দিন ,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু কনক, সাধারণ সম্পাদক বাবু বাহাদুর শাস্ত্রীসহ বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দরা।

এই সময় বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আর এই পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবাই এটিকে উৎসবমুখর পরিবেশে উদযাপন করে থাকে। পূজা চলাকালে মণ্ডপ এলাকায় বিভিন্ন মাদক সেবন বা বহন, আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানান। এ ধরনের আইন ভঙ্গের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে ও জানানো হয়।এই ধরনের কাজে অভিযুক্তদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সভায় সর্বস্তরের নেতৃবৃন্দ দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ