রবিবার, ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিক্ষোভ সমাবেশ 

মো. রমিজ আলী, সীতাকুণ্ড: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র, মিথ্যাচার, অপপ্রচার সৃষ্টির অপচেষ্টা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদল।
বুধবার বিকাল ৪টায় উপজেলার সোনাইছড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় গেটের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেয়। মিছিলে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও জামায়াত-শিবিরের বিরুদ্ধে নানা ধরণের স্লোগান দেয়। মিছিল শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আরমানের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন মো. জাহাঙ্গীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ জুট মিলস শ্রমিক- কর্মচারী দলের সভাপতি রবিউল হক, যুবদলের সাধারণ সম্পাদক মমিনউদ্দিন মিন্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক আজাদ হোসেন রাজন, আলমগীর মঞ্জু, আহ্বায়ক মোহাম্মদ আলী, শ্রমিকদল সভাপতি ওসমান গনি, ছাত্রদল সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক সাব্বির জাহান সনি, কৃষক দলের সভাপতি নুরুল হক, তাঁতী সভাপতি মো. দিদার, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইফতেখার আহমেদ জুয়েল, ইউনিয়ন বিএনপির সদস্য তারেক পারভেজ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সভাপতি হারুনুর রশিদ টিটুসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ