মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সুন্দর সমাজ বিনির্মাণে এগিয়ে যাচ্ছে `এসো আমরা গড়ি’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় নানান ধরনের সামাজিক কাজ করে ইতিমধ্যে খ্যাতি অর্জন করেছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘এসো আমরা গড়ি’। এটি একটি অলাভজনক সংগঠন।

২০১৯ সালের ১লা জুলাই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এখানে যারা স্বেচ্ছাসেবী রয়েছে তারা সমাজ ও রাষ্ট্রের প্রতি নিজেকে দায়বদ্ধ মনে করে। অতিমারী করোনা সংকটময় সময়েও সংগঠনটি ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন জায়গায় তাদের কার্যক্রম চালিয়ে গেছে। ইতোমধ্যে তারা সহস্রাধিক পিছিয়ে পরা শিক্ষার্থীদের বিনামূল্যে ‘বেসিক কম্পিউটার’ কোর্স সম্পন্ন করেছে।

তাদের প্রয়োজনীয় সকল কিছু সংগঠন থেকে বিনামূল্যে প্রদান করা হয়েছে। কোর্স শেষে পরীক্ষার মাধ্যমে পুরস্কার বিতরণ করে উৎসাহিত করেছে সংগঠনটি। এভাবেই তারা প্রতিনিয়ত নতুন নতুন ব্যাচের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জাগিয়ে তুলছে কম্পিউটার শেখার ক্ষুধা। তবে, প্রতিবন্ধীদের নিয়ে কম্পিউটার প্রশিক্ষণের এক সুন্দর পরিকল্পনা রয়েছে অত্র সংগঠনের।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে সংগঠনের পক্ষ থেকে, তাছাড়াও দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ কিছু উন্মুক্ত জায়গায় ফলজাত বৃক্ষের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে সংগঠনটি। ইতোমধ্যে তারা তিন সহস্রাধিক ফলজাত বৃক্ষের চারা রোপণ সম্পন্ন করেছে।

এ প্রসঙ্গে সংগঠনের প্রতিষ্ঠাতা কাজী সালাউদ্দিন তমাল বলেন, আমাদের ইচ্ছে আগামী ২০৩০ সালের মধ্যে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন জেলায় শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, উন্মুক্ত জায়গায় ব্যাপক আকারে ফলজাতবৃক্ষ চারা রোপণ কর্মসূচির মাধ্যমে ফলজাত বৃক্ষে ভরপুর করা। তাছাড়া করোনার সময় সংগঠনের পক্ষ থেকে মাস্ক বিতরণ কার্যক্রম চালিয়ে মানুষকে সতর্ক করা হয়েছে। ২০২৬ শেষ নাগাদ একটা ব্লাড ব্যাংক করার ইচ্ছে সংগঠনটির পক্ষ থেকে, তাদের সুদৃঢ় প্রচেষ্টাগুলো সফল করতে সর্বক্ষণ বুদ্ধি-পরামর্শ এবং আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন এসো আমরা গড়ি সংগঠনের প্রধান উপদেষ্টা, সাবেক সচিব কাজী মেরাজ হোসেন। এই মহান মানুষটি অসুস্থ অবস্থায় বেসরকারি হসপিটালে ভর্তি আছেন- সংগঠনের পক্ষ থেকে দেশবাসীর নিকট দোয়া চাওয়া হয়েছে।

সংগঠনটি ইতোমধ্যে একটি ম্যাগাজিন ‘আলো’ প্রকাশ করেছে। এই ম্যাগাজিনে দেশ বরেণ্য অনেক মানুষের হাতের ছোঁয়া এসেছে। এসো আমরা গড়ি সংগঠনের মোট ২টি কমিটিতে ৩৩ জন সদস্য আছে। উপদেষ্টা মন্ডলী রয়েছে ৯ জন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ