নুরুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জের ইতিহাসে প্রথম সরকারি কর্মকর্তা হিসেবে সৎ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ন কর্মকর্তার তালিকায় নাম লিখেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ওয়ালিফ মন্ডল।
দেশ যখন দুর্নীতিগ্রস্ত, ঠিক সেই সময়ে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের চোখে সৎ, নিষ্ঠাবান অফিসারের তালিকায় নাম প্রকাশ পায় তার।
সুন্দরগঞ্জ উপজেলার উন্নয়নে শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে দুর্নীতিবাজ পিআইও নুরুন্নবীকে সরিয়ে ওয়ালিফ মন্ডলকে দায়িত্ব দিয়ে পাঠান মন্ত্রণালয়।
যোগদানের পরে থেকে তিনি সতত ও নিরলস ভাবে দায়িত্ব পালনে সুন্দরগঞ্জের চরাঞ্চলসহ প্রত্যন্ত অঞ্চলের রাস্তা ঘাট, কালভার্টে ব্রিজ ও ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, গির্জা, মন্দিরের কাজ শতভাগ বাস্তবায়নে ঝড় বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে সন্ধা পর্যন্ত অক্লন্ত পরিশ্রমের বিনিময়ে বাস্তবান করেন যা সুন্দরগঞ্জ উপজেলায় দৃশ্যমান রয়েছে।
ওয়ালিফ মন্ডলের মতো সৎ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ন কর্মকর্তা দেশের সকল উপজেলায় দায়িত্বে থাকলে দুর্নীতি নামক কথাটি দেশ থেকে মুছে যেত।
উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত সুন্দরগঞ্জ উপজেলায় সুনামে ভাসছে তার নাম। পিআইও হিসাবে দায়িত্বে থেকেও কোন রকম দুর্নীতির চিহ্ন পাওয়া যায়নি তার বিরুদ্ধে।
এই কর্মকর্তার বিষয়ে শতাধিক জনপ্রতিনিধি মেম্বারগণের সাথে কথা বলে জানা যায়, সুন্দরগঞ্জের ইতিহাসে আমরা এমন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে পাইনি। মহান সৃষ্টিকর্তার অশেষ নিয়ামতের ফল হিসেবে আমরা ওয়ালিফ মন্ডলকে পেয়েছি।
ওয়ালিফ মন্ডলের ব্যাপারে ইউপি চেয়ারম্যানগণের সাথে কথা বলে জানা যায়, পরিষদ বরাদ্দের সকল কাজ সরেজমিনে দেখে তারপর তিনি প্রকল্প বিল প্রদান করেন। কোন রকম কাজে সমস্যা হলে, তিনি পুনরায় সঠিকভাবে কাজ আদায় করে তারপর বিল প্রদান করতেন।
এক প্রশ্নের জবাবে পিআইও ওয়ালিফ মন্ডল জানান, মিডিয়াকর্মী ভাই ও সুধী ব্যক্তিবর্গের সহযোগিতায় ভালো কিছু করা সম্ভব হয়েছে। পাশাপাশি জনপ্রতিনিধিরাও আমাকে শতভাগ কাজ বুঝিয়ে দিয়ে সহযোগিতা করেছেন।