শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সেতাবগঞ্জ চিনিকল চালুর আশ্বাস লিপিকা ভদ্রের

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র।

গত রোববার সকালে তিনি বন্ধ হয়ে যাওয়া সেতাবগঞ্জ চিনিকল কারখানা পরিদর্শন করেন।

এর আগে চিনিকলের অতিথি ভবনে শ্রমিক-কর্মচারী, আখচাষী ও সর্বস্তরের ছাত্রজনতার সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এসময় এলাকাবাসী সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুসহ চলমান আন্দোলন এবং চিনিকলের বিভিন্ন সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরেন।

সবার বক্তব্য শুনে চিনিকলটি পুনরায় চালুর ব্যাপারে সর্বাত্মক চেষ্টার আশ্বস্ত করেন চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইফুল হুদা, সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার, জেলা বিএনপির সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলমসহ এলাকার সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সেতাবগঞ্জ চিনিকলটির উৎপাদন প্রায় ৬ বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ