বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি মাসুদ, সম্পাদক সেলিম

মো. বেল্লাল হোসাইন নাঈম, নোয়াখালী : উৎসবমুখর পরিবেশে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মাসুদ আলম সভাপতি এবং সেলিম মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত শনিবার সকাল দশটা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন লেখক ও সাংবাদিক ফারুক আল ফয়সাল, সহকারী নির্বাচন কমিশনার নান্টু বিহারী চক্রবর্তী ও মাহবুবুল হাসানের সার্বিক সহযোগিতায় প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়।

ক্লাবের ২২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সভাপতি পদে মাকসুদ আলম ১১ ভোট, মোশারফ হোসেন সুমন ১১ ভোট, সমান ভোট পাওয়ার কারণে সবার সম্মতি কমে লটারির মাধ্যমে মাকসুদ আলম বিজয়ী হন, সিনিয়র সহ-সভাপতি পদে ৯টি ভোট, সহ-সভাপতি পদে ৭টি ভোট পেয়ে নির্বাচিত হন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াসিন শরীফ অনিক, আলাউদ্দিন পারভেজ লিটন। সাধারণ সম্পাদক পদে সেলিম মিয়া ১৩টি ভোট পেয়ে নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ করিম ৯টি ভোট পান।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম-সাধারণ সম্পাদক পদে শাহ পরান, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ সবুজ, কোষাধক্ষ্য এম এ রহমান, দপ্তর সম্পাদক হানিফ রানা, কার্যকারী নির্বাহী সদস্য পদে নজরুল ইসলাম এরশাদকে নির্বাচিত ঘোষণা করা হয়।

সকাল থেকে সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের কার্যালয় আনন্দঘন পরিবেশে ভোট প্রদানের মাধ্যমে তীব্র প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন সম্পূর্ণ হয়।

অত্র নির্বাচনে পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান খলিলসহ জেলা উপজেলার সাংবাদিক ও সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ অন্যান্যরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ