রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের বর্ধিত সভা অনুষ্ঠিত

এম. মেহেদুল খাঁন, সৌদি আরব ও মধ্যপ্রাচ্য ব্যুরো প্রধান: ভালো কাজে আমাদের সাথেই থাকুন এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার রাতে সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের বর্ধিত সভা রিয়াদ বাথা বাংলাদেশি সানসিটি পলিক্লিনিক সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা ফখরুল ইসলাম বিলাসের সভাপতিত্বে, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয় ও সাধারণ সম্পাদক ছালে আহম্মদ ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবু ইউসুফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন লাভলু, মো. মনসুর আহমেদ, প্রবাস ট্রাভেলস পরিচালক মো. মাসুদ হাসান , উপদেষ্টা মো. মনির হোসাইন , সহ-সভাপতি মাঈনুল ইসলাম, সহসভাপতি আলমগীর হোসেন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মিয়াজী, মো. জাকির হোসেন।

শুভাকাঙ্ক্ষী অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিয়াদ বাথা সানসিটি পলিক্লিনিক এর ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও এন টিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান।

অন্যানের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ওসমান হারুনি, নজরুল ইসলাম, মো. আব্দুল কুদ্দুস, আব্দুর রাজ্জাক, ইব্রাহিম খলিল মিয়াজী, আবুল কাশেম, মো. কামরুল হাসান, মো. নজরুল ইসলাম, স্বপন পাল , মো. নূরে আলম, মেহেরাজুল ইসলাম, রুহুল আমিন রুনু সহ শাহরাস্তি উপজেলার বিপুল সংখ্যক প্রবাসীরা বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।

সভায় প্রবাসী শাহরাস্তি ফোরামের সদস্যদের উপস্থিতিতে সকলের সর্বসম্মতিক্রমে ২০২৪ -২৬ দুই বছরের জন্য ফখরুল ইসলাম বিলাসকে সভাপতি এবং মোঃ মনসুর আহমেদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

২০০৯ সালে প্রতিষ্ঠিত সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সাধারণ সম্পাদক ছালেহ আহম্মদ ভূঁইয়া সহ উপস্থিত সবাই নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে প্রবাসের মাটিতে কর্মহীন, বিপদগ্রস্ত প্রবাসীদের সহযোগিতা করা, শাহরাস্তি উপজেলায় বসবাসকারী অসহায়, হতদরিদ্র মানুষের পাশে থাকা, মসজিদ, মাদ্রাসা, স্কুল ও এতিমখানা উন্নয়নে ভূমিকা রাখাই হচ্ছে ফোরামের মূল উদ্দেশ্য বলে জানান সংগঠনের প্রতিষ্ঠাতা। প্রতিবছর রমজান মাসে ইফতার আয়োজন ও সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা কথাও উল্লেখ করা হয়।

আগামী এক সপ্তাহের মধ্যে নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক ৫১/১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে পরিচিতি সভার আয়োজন করার কথাও বর্ধিত সভায় সিদ্ধান্ত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ