মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত কমিটির সভাপতি কাজী মামুনুর রহমান মাহিম ও সাধারণ সম্পাদক সানজিদা জাহান এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানান এবং শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে কিছুক্ষণ নীরবতা পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন বিভিন্ন ল’ কলেজের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।