
মো. রমিজ আলী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতা ফাউন্ডেশন ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী র্যালী, আলোচনাসভা, সংবর্ধনা, সম্মাননাসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
শুক্রবার বিকাল ৩ টায় সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা থেকে ব্যানার, বিভিন্ন সচেতনতামূলক শ্লোগান সম্বলিত ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। বর্ণাঢ্য র্যালীটি কুমিরা বাসস্টেন থেকে শুরু করে ঢাকা-চট্রগ্রাম সড়ক পদক্ষিণ করে মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। র্যালীর উদ্বোধন করেন কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ মিয়া।
বেলা ৪টায় সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আহমেদ নাজিমের সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ মিয়া। স্বেচ্ছাসেবী সংগঠন মানবতা ফাউন্ডেশন এর সভাপতি রনি খাঁন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক সাদেক মাস্তান উচ্চ বিদ্যালয়ের আবু জাফর সাদেক, সাবেক অধ্যক ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ ইউসুফ নবী, প্রকোশলী কামরুদ্দোজা,আক্তার হোসেন মামুন (ম্যানেজার, সীতাকুণ্ড সিকিউর সিটি), শম্ভূ দাশ( দলিল লেখকও সার্ভেয়ার),খোরশেদ আলম( সদস্য, মছজিদ্দা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত তর্জমা পাঠ করেন সীতাকুণ্ড ওলামা পরিষদে সদস্য মো: মাওলানা হেলাল এবং স্বাগত বক্তব্য রাখেন সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটি আক্তার হোসেন এলিট।
সীতাকুণ্ড স্বেচ্ছাসেবী সংগঠন মানবতা ফাউন্ডেশন ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার সামাজিক স্বীকৃতি অবদান রাখায় ৩৪ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান এবং কেক কাটার আয়োজন করা হয়।
এসময় মানবতা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মো মাঈনুউদ্দিন , সাংগঠনিক সম্পাদক সোলেমান বিন জুহান, মানবতা ফাউন্ডেশন প্রচার সম্পাদক জুয়েল, ক্রীড়া সম্পাদক রাকিব উল আলম ,আইন বিষয়ক সম্পাদক বাদশা খান, নির্বাহী সদস্য আরিফ হোসেন,সদস্য আব্দুল রহমান,সদস্য মেহেরাজ হুসাইন,সদস্য আরফিন নুর,সদস্য আলাউদ্দিন ইভান,সদস্য জায়েদ হাসানসহ মানবতা ফাউন্ডেশন সদস্য, শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।