
ওয়াসিম কবির, দিরাই: সুনামগঞ্জ জেলা দিরাই উপজেলা রফিনগর ইউনিয়ন অন্তর্গত রামজীবনপুর গ্রামের অটোরাইস মিলে গত বুধবার ভোরে হঠাৎ আগুন লাগে। এতে মিলের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
মিলের মালিক দীপ্ত তালুকদার জানান, খুব সকালে হঠাৎ আগুন দেখতে পেয়ে রামজীবনপুর ও সাদিরপুরের আশেপাশে লোকজন এগিয়ে আসে। সকল জিনিসপত্র ও মালামাল যেমন, ধান, তুষ, কয়লা, চাল এবং মেশিনারি পার্টস ইত্যাদি পুড়ে ছাই হয়ে যায়। সকলের সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মিলের মালিক দীপ্ত তালুকদার বলেন, আমাদের প্রায় ৮ থেকে ৯ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কি করব চিন্তা করতে পারছি না। ঈশ্বর ভালো জানে। আগুন কীভাবে লাগল জানি না। সবাই যেন আমাকে আর্শীবাদ করেন।