সোমবার, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হত্যা মামলা: সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস রিমান্ডে

বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ব্যবসায়ী ইয়াহিয়া প্রামাণিক (৩৫) হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার এনায়েতপুর আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন এ আদেশ দেন।

আব্দুল লতিফ বিশ্বাস ২০০৯-২০১৪ মেয়াদে আওয়ামী লীগ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ রহমান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ইব্রাহিম প্রামাণিক হত্যা মামলায় আব্দুল লতিফ বিশ্বাস সন্দেহভাজন আসামি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে এনায়েতপুর থানার সামনে কয়েক হাজার ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল করেন। এ সময় গুলিতে ইব্রাহিম প্রামাণিকসহ আরও দুই ছাত্র নিহত হন। নিহত ইব্রাহিম প্রামানিক সিরাজগঞ্জের খুকনী ঝাউপাড়া গ্রামের মো. শাহজাহানের ছেলে।

এ ঘটনায় নিহতের স্ত্রী শাহানা খাতুন বাদী হয়ে ২১ আগস্ট সাবেক এমপি আব্দুল মমিন মণ্ডলসহ ৮৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ৫০০-৭০০ জনকে আসামি করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *