
মো. আবিদুল ইসলাম, হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারীর গুমানমর্দন ইউনিয়নে গভীর রাতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ১২টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে হাটহাজারী ফায়ার সার্ভিস।
সোমবার দিবাগত রাত একটার দিকে গুমানমর্দন ইউনিয়নের ফয়েজুল্লাহ সারাংয়ের বাড়িতে এ আগুন লাগার ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন— ওই বাড়ির মো.আলী, শরিফ, আবু তৈয়ব, সুজন, তৌহিদুল, শুকুর, ফারুক, শহিদুল,পারভেজ, মো. সালাউদ্দিন, মো.দিদার, মো.এমদাদ, মো.সেলিম, মো.ইসলাম ও আবু বক্কর।
স্থানীয়রা জানান, সোমবার রাত একটার দিকে ওই বাড়িতে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। হাটহাজারী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগে আগুনে ১২ পরিবারের বসতঘর পুড়ে গেলেও ওই বাড়ির আরো অনেকগুলো বাড়ি রক্ষা পায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান এ প্রতিবেদককে জানান, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ তদন্তাধীন আছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ১২ পরিবারের মাঝে নগদ অর্থ ও কম্বল বিতরণ করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান।