
কৌশিক চৌধুরী, হিলি : দিনাজপুরের হিলিতে জনসংখ্যা নিয়ন্ত্রণে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিত, শিক্ষক ও জন প্রতিনিধিদের নিয়ে স্থায়ী ও দীর্ঘ মেয়াদি পরিবার পরিকল্পনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রাম এর আয়োজনে ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে খট্টামাধবপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র কার্যালয়ে আজ সোমবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা জন্মবিরতিকরণে স্থায়ী ও দীর্ঘ মেয়াদি পরিবার পরিকল্পনা বিষয়ক পদ্ধতির কথা তুলে ধরা হয়। সেই সাথে এসব পদ্ধতি সম্পর্কে মানুষের কুসংস্কার রোধে ধর্মীয় নেতাদের এগিয়ে আসার আহবান জানানো হয়।
এছাড়া মেয়েদের বাল্যবিবাহ যেন না দেওয়া হয় সেই কথা তুলে ধরা হয়। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহিরুল ইসলানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান কাওছার আলী, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারি পরিচালক ডা. রেজাউল হক, উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডা.তন্ময় সরকারসহ অনেকে।