
কৌশিক চৌধুরী, হিলি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিলির বিভিন্ন পূজামণ্ডপ পরির্দশন করেন হাকিমপুর পৌর বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৭ টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয় থেকে হাকিমপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হকের নেতৃত্বে মোটরসাইকেল র্যালি নিয়ে হিলির বিভিন্ন এলাকায় পূজামণ্ডপ পরিদর্শন করেন নেতাকর্মীরা। পরে পরিদর্শন শেষে আর্থিক সহযোগিতা পদান করেন তারা।
এসময় হাকিমপুর পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুগ্ন সম্পাদক জুয়েল হোসেনসহ, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
হাকিমপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক নাজমুল হক বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানে নির্দেশে হিলিতে পৌর বিএনপি নেতাকর্মীরা প্রতিটা পূজামণ্ডপ পরিদর্শন করেন। এবং দলের নির্দেশ ক্রমে হিন্দু সম্প্রদায়ের দুর্গা উৎসবের সার্বিক নিরাপত্তার জন্য বিএনপির নেতাকর্মীরা পূজামণ্ডপ পাহারা দিয়ে আসছেন।