শুক্রবার, ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

২০৪১ হবে শেখ হাসিনার উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ -আবদুস সবুর

সুমনা আক্তার, দাউদকান্দি : কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার শহীদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত সংর্বধনা অনুষ্ঠানে শহীদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবি’র সভাপতি ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নজরুল ইসলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম সাইফুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ নাছিম খাঁন, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী লীল মিয়া, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার।

এসময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নিজাম উদ্দিন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, ১ নং সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসলাম মিয়াজী ও সাবেক চেয়ারম্যান মাসুদ রানা, গৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান মিয়াসহ অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এম এ জলিল উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকগণ ও দাউদকান্দি উপজেলার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, ২০৪১ হবে শেখ হাসিনার উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ। এ সময় তিনি অত্র প্রতিষ্ঠানের কোমলমতি মেধাবী শিক্ষার্থীদেরকে বলেন, আগামীতে তোমাদের মধ্যে থেকেই প্রধানমন্ত্রী চাই, তোমাদের মধ্যে থেকে মন্ত্রী চাই, তোমাদের মধ্যে থেকেই এমপি চাই, সিনিয়র আইনজীবী চাই, তোমাদের মাঝ থেকেই উন্নত চিকিৎসক চাই। অনুষ্ঠান শুরুতেই শহীদ নগর এম এ জলিল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মান্নানের পক্ষ থেকে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুরকে সংবর্ধনা দেওয়া হয় এবং আমন্ত্রিত সকল অতিথিদের ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ