আবুল হাশেম, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সভাকক্ষে আজ (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় অত্র ওয়ার্ডের ২৫টি জামে মসজিদের ইমাম, সভাপতি, সেক্রটারি এবং ১৪টি মাদ্রাসার মুহতামিমদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম শরীফ উদ্দিন। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দিমা থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় প্রধান অতিথি ওয়ার্ড এলাকায় সামাজিক নিরাপত্তা ,তালাক রোধে, বাল্য বিবাহ রোধে, মাদক মুক্ত সমাজ গড়তে ঈমামদের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে জানান।এছাড়াও সরকারের সকল নির্দেশনা প্রচার ও মসজিদকে গ্রুপিং ,রাজনীতি মুক্ত রাখার জন্য অনুরোধ করা হয়।