বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

৩৫০ কোটি টাকার বাইপাস সড়ক প্রকল্পের অনুমোদন

রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল:  শ্রীমঙ্গল শহরবাসীর দীর্ঘ প্রতীক্ষার যানজট সমস্যার অবসান হতে চলেছে। শহরের যানজট নিরসন করতে ৩৫০ কোটি টাকার বাইপাস সড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার।

মঙ্গলবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন প্রকল্প অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন। এসময় তিনি বলেন, শহরের ৩৫০ কোটি টাকার এ প্রকল্পটি গত রোববার (২ ফেব্রুয়ারি) একনেক বৈঠকে অনুমোদন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

‘শ্রীমঙ্গল শহরকে যানজটমুক্ত করতে বাইপাস সড়কের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। এ প্রকল্প অনুমোদনের ফলে শহরের যানজট নিরসনের পাশাপাশি পর্যটকদের চলাচল আরও সহজ হবে।’

তিনি আরও জানান, এখনও কিছু টেকনিক্যাল কাজ বাকি রয়েছে, যা দ্রুত সম্পন্ন করা হবে। শুধু বাইপাস সড়ক নয়, বৃহত্তর সিলেট অঞ্চলে কৃষি উন্নয়নে  একটি সেচ প্রকল্পও অনুমোদিত হয়েছে। এতে করে কৃষকেরা উপকৃত হবেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

সভায় জেলা প্রশাসক বলেন, ‘আমাদের লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা। হয়রানি বন্ধ করে বৈষম্য দূর করতে হবে। প্রশাসনের কাজ হবে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া।’

সভায় উপস্থিত ছিলেন, নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুধু মিয়া, কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতলিব, সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু চৌধুরী, সরকারী কর্মকর্তা-কর্মচারী,সেবা গ্রহিতা, ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এদিকে শ্রীমঙ্গলের এই বাইপাস সড়ক প্রকল্প বাস্তবায়িত হলে শহরের যানজট উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং ব্যবসা-বাণিজ্যের জন্য আরও সুবিধাজনক পরিবেশ তৈরি হবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করছেন। শ্রীমঙ্গলের বাসিন্দারা আশা করছেন, বাইপাস সড়ক ও অন্যান্য উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়ন শহরের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চায়ের রজধানী শ্রীমঙ্গল শহর  যানজট মুক্ত শহর হিসেবে পরিচিতি লাভ করবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ