মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল আযহার ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে টানা দ্বিতীয় বারের মতো ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ডা. আবু হামেদ বাবু।
সোমবার (১১ জুলাই) দুপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষুধ বিতরণের বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেন।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা গ্রামে শহরের গ্রীনভিউ গ্রীন স্পেশালাইজড্ হসপিটালের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়।
এদিন সকাল থেকে খাড়েরা ডাক্তার বাড়ীতে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় গ্রীন ভিউ স্পেশালাইজড্ হসপিটালের চেয়ারম্যান ডা. আবু হামেদ বাবু ও তার সহধর্মিণী গাইনী চিকিৎসক ডা. জিনিয়া খান প্রায়ই ৫শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। পরবর্তীতে রোগীদের মাঝে বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়।
চিকিৎসা নিতে আসা বৃদ্ধা মুমিনা বেগম বলেন, আমরা গরীব মানুষ শহরে গিয়ে ডাক্তার দেখাতে পারিনা। আবু হামেদ বাবু স্যার ঈদে ছুটিতে গ্রামের বাড়িতে আইসা টাকা ছাড়া রোগী দেখতাছে এ কথা শুনে ডাক্তার দেখাতে আইছি। ফ্রিতে ঔষুধও দিতাছে। আমার খুব উপকার হয়ছে।
এদিকে আবুল খায়ের নামের আরেক বৃদ্ধ বলেন, ডাক্তার বাড়িতে সবসময় আমরা চিকিৎসা পাই, কিন্তু টাকা নেই-না। ঈদে বাড়ীতে আইসা চিকিৎসা ও বিনামূল্যে ওষুধও দে।
এ বিষয়ে গ্রীন ভিউ স্পেশালাইজড্ হসপিটালের চেয়ারম্যান ডা. আবু হামেদ বাবু জানান, খাড়েরা আমার গ্রামের বাড়ি। এ গ্রামে আমার জন্ম। আমার বাপ-চাচারা গ্রামের মানুষকে সেবা দিয়েছেন। শহরে আমার একটি প্রাইভেট ক্লিনিক আছে৷ সেকারণে বেশিরভাগ সময় শহরে থাকতে হয়। ঈদের সময় যখন বাড়িতে আসি তখন গ্রামের মানুষদের চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেয়।
তিনি আরও জানান, করোনার কারনে গ্রামের অনেকেই শহরে চিকিৎসা নিতে যায়না। তাই এবারের ঈদে গ্রামের মানুষদের বিনামূল্যে সেবা দিতে আসছি। তাছাড়া তার স্ত্রী গাইনী চিকিৎসক ডা. জিনিয়া খান শতাধিক মা-শিশু রোগীকে চিকিৎসা দিয়েছেন। মনের প্রশান্তি ও গ্রামের মানুষের জন্য এমন সব সময় অব্যাহত থাকবে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিকিৎসক আবু হামেদ বাবুর বড়ভাই আবু হামজা, আবু জাবেদ, গ্রীন ভিউ স্পেশালাইজড্ হসপিটালের পরিচালক ওবায়দুর রহমান বাবু, অত্র হাসপাতালে আবু নাছার, সুজন সুত্রধর, কামাল ও প্রিয়মসহ খাড়েরা এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।