শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যমুনা ওয়েল কোম্পানি লিমিটেড

৬ লাখ লিটার ডিজেল বিক্রির অর্থ আত্মসাৎ

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুরে যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে ৬ লাখ লিটার ডিজেল বিক্রির অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েচে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার এ অভিযান চালানো হয় বলে দুদক সূত্রে জানা গেছে।

অভিযানকালে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিজেল ট্যাঙ্ক নম্বর ২ ও ১০ পরিমাপ করে সংস্থাটি। সংশ্লিষ্ট অফিস থেকে (টিএসএলআর) রেজিস্ট্রার, ইনভয়েস, গেট পাস রেজিস্ট্রার ও অন্য দলিলাদি সংগ্রহ করা হয়। এছাড়া ১ জুলাই উল্লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অডিট টিমের অডিট প্রতিবেদনও সংগ্রহ করা হয়।

অধিকতর যাচাইয়ের উদ্দেশ্যে ওই ডিপোতে কর্মরত কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে দুদক টিম। গৃহীত বক্তব্য ও সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

এদিকে, কিশোরগঞ্জের কুলিয়ারচর ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের কাজ না করে টাকা উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগে একইদিন অভিযান চালায় দুদক।

অভিযানকালে ফরিদপুর ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রকৌশলীর কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে সংশ্লিষ্ট প্রকল্পের রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে দুদক টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলেও জানানো হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ