রকিবুজ্জামান, মাদারীপুর: বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর অবশেষে জনদুর্ভোগ নিরসনে মাদারীপুরের কালকিনি উপজেলার কুমারবাড়ি খাল পরিষ্কার ও পুনরুদ্ধারের অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।
কালকিনি পৌরসভার ভিতরের খালসমূহের পানি প্রবাহ পূর্বের ন্যায় ফিরিয়ে আনার লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০ টায় এ পরিষ্কার অভিযানের উদ্বোধন করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা ও পৌর প্রশাসক(অতিরিক্ত দায়িত্ব) উত্তম কুমার দাশ।
পৌরসভার ভিতর দিয়ে বয়ে চলা ঐতিহ্যবাহী খালটির উপজেলার পিছনের সেতু থেকে এ পরিষ্কার অভিযানের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাহবুবা ইসলাম, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ূন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা কামাল,কালকিনি পৌরসভার প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ড কাউন্সিলর নাসির সিকদার, সচিব বাবুল চন্দ্র দাস,পৌর ইঞ্জিনিয়ার রাকিব হাসান,৪ নং ওয়ার্ড কাউন্সিলর মেজবা উল হক, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা।
এসময় পৌর প্রশাসক উত্তম কুমার দাশ বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ এ খালের স্বাভাবিক পানি প্রবাহ পূর্বের ন্যায় ফিরিয়ে আনাই আমার প্রথম লক্ষ্য। তাই খালটি পরিষ্কার করার পাশাপাশি খালগুলোর সীমানা নির্ধারণ করা, অবৈধ দখলদার উচ্ছেদ করা এবং কোথাও কোথাও খনন করার কাজও করা হবে। যাতে স্বাভাবিক পানি প্রবাহে কোনো বাধা না থাকে। তবে খাল পরিচ্ছন্ন রাখতে খালের আশেপাশে অবস্থানরত দোকানপাট ও বসতবাড়ির মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে। খাল দখল ও দূষণ করা থেকে বিরত থাকতে সকলের প্রতি আহবান জানান তিনি।
গত কয়দিন আগে বেশ কয়েকটি মিডিয়ায় ‘খাল নয় যেন ময়লার ভাগার; দুর্ভোগে কালকিনি পৌরবাসী’ শিরোনামে সংবাদ প্রকাশের পর খাল পরিষ্কার ও পুনরুদ্ধারের উদ্যোগ নেন নবনিযুক্ত পৌর প্রশাসক। খাল পরিষ্কার করায় এখন এলাকাবাসী দুর্গন্ধ ও মশার উপদ্রপ হতে মুক্তি পাবে।