মঙ্গলবার, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ঝিনাইদহে ৪৭ নারী-পুরুষ আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪৭ জনকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে ১২ জন নারী, ১৯ পুরুষ ও ১৬ জন শিশু।

শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার মাটিলা, খোশালপুর, পলিয়ানপুর, বাঘাডাঙ্গা, শ্যামকুড় ও লড়াইঘাট সীমান্তে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে জানান ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক শাহ মো. আজিজুস শহীদ।

বিকালে বিজিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন খবরে বিজিবি জানতে পারে, মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে কিছু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছে।

পরে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৭ জনকে আটক করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানায় বিজিবি। পরে বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

শুধু নভেম্বরে মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩৩১ জনকে আটক করেছে বিজিবি।

বিজিবি জানায়, ৫ আগস্ট থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মহেশপুর-৫৮ বিজিবি সীমান্ত থেকে ৯৩৩ জনকে আটক করে। এর মধ্যে ৮৮৫ জন বাংলাদেশি, ২৮ ভারতীয়, ২০ রোহিঙ্গা ও একজন সাবেক মন্ত্রী আছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ