রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

অভিনেত্রী জ্যাকুলিনের ‘প্রতারক’ প্রেমিক ‘ট্রাম্প ভাইকে’ চিঠি লিখলেন

যায়যায়কাল ডেস্ক : ২০০ কোটি রুপি আর্থিক জালিয়াতির মামলায় বর্তমানে দিল্লির মান্ডোলি জেলে বন্দী আছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের কথিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখর। সেখান থেকেই অভিনেত্রীকে চিঠি লিখে বেশ কয়েকবার হয়েছেন সংবাদের শিরোনাম।

এবার যুক্তরাষ্ট্রের সদ্য বিজয়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখলেন সুকেশ। চিঠিতে ট্রাম্পকে ‘বড় ভাই, সম্বোধন করে শুধু অভিনন্দন জানাননি, সঙ্গে জ্যাকুলিনের জন্য হলিউডে হাজার কোটি রুপি বিনোয়গের পরিকল্পনাও জানান তিনি।

সুকেশ চন্দ্র শেখরের হাতে লেখা সেই চিঠির একটি কপি এসেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এর কাছে।

সেখানে যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের বিপক্ষে জয়ের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন সুকেশ। ট্রাম্পের সঙ্গে ১০ বছর আগের সাক্ষাতের স্মৃতিও সামনে আনেন তিনি।

চিঠিতে সুকেশ লিখেছেন, ‘মনে আছে, এক দশক আগে শেষ সাক্ষাতের সময় আপনি আমাকে একটি উপদেশ দিয়েছিলেন, “পৃথিবী যেভাবে আছে, সেভাবে গ্রহণ করুন বা এটিকে আপনার মতো দেখুন”, সেই কথাগুলো আজও আমার কানে বাজছে, সব সময় আমাকে অনুপ্রাণিত করার জন্য আপনাকে অনেক ভালোবাসি ভাই।’

জ্যাকুলিনের জন্য হলিউডে বড় অঙ্কের বিনোয়গের পরিকল্পনা করছেন সুকেশ। তার লেখায়, ‘আপনার অন্য আরেকটি উপদেশ মনে আছে, “আপনার নারীকে সর্বদা মর্যাদা দিন এবং তাকে সব সময় বিশেষ অনুভব করান”, আমি এলএস হোল্ডিংস লস অ্যাঞ্জেলেসে একটি বৃহৎ স্টুডিওতে ১৩৫ মিলিয়ন মার্কিন ডলারের শেয়ার কিনছি। আমি এই কেনাকাটা চূড়ান্ত করেছি, আমার প্রেমিকা জ্যাকুলিনের জন্য, আপনি আমাকে যে পরামর্শ দিয়েছিলেন, ঠিক সেভাবেই, “আপনার নারীকে বিশেষ করে তুলুন।”’

চিঠিতে সুকেশ আরও উল্লেখ করেছেন যে তার কোম্পানি এলএস হোল্ডিংস এবং এলএস গেমিং এলএলসি আগামী দুই বছরে যুক্তরাষ্ট্রে তাদের বিনিয়োগ বাড়াবে, যার পরিমাণ ৫০০ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, আর্থিক জালিয়াতির অভিযোগে ২০১৫ সালে গ্রেপ্তার হোন সুরেশ চন্দ্রশেখর। তখন থেকেই তিনি মান্ডোলি জেলে বন্দী আছেন। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) এর অপরাধের তদন্তের সময় জ্যাকুলিন ফার্নান্দেজের নাম উঠে আসে।

সুকেশ দাবি করেন, অভিনেত্রীর সঙ্গে ডেটিং করেছেন তিনি। তবে জ্যাকুলিনের দাবি, সুকেশ তার সঙ্গে বিশ্বাসভঙ্গ ও প্রতারণা করেছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ