বৃহস্পতিবার, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আনোয়ারায় কুরআনে হাফেজ,ইমাম ও মুয়াজ্জিনকে সংবর্ধনা

মিজানুর রহমান: পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে খতমে তারাবী শেষ করাই আনোয়ারা উপজেলার বৈরাগ আমান উল্লাহ পাড়া শাহী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মৌলানা আজগর হোসেন চৌধুরি, মুয়াজ্জিন হাফেজ মামুনুর রশিদ ও হাফেজ শাকিল আহমেদ মিসবাহকে সম্মান স্বরূপ ফুলের মালা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উন্নতম সামাজিক সুন্নী সংগঠন আমান উল্লাহ পাড়া আল্লামা শহিদ নুরুল ইসলাম ফারুকী (রহঃ) স্মৃতি সংসদের পক্ষ থেকে বৃহস্পতিবার আমান উল্লাহ পাড়া শাহী জামে মসজিদে ফুলের মালা ও ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় আনোয়ারায় রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক ও আমান উল্লাহ পাড়া আল্লামা শহিদ নুরুল ইসলাম ফারুকী (রহঃ) স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ ফখর উদ্দিন,সাধারন সম্পাদক মাহিম হোসেন ফারুকী,সহ সভাপতি জাবেদ হাসান সানি,মাঈন উদ্দিন,মোঃসাজ্জাদ হোসেন, শাকিব ইসলাম, হ্দয় ফারুকী, সাইদুল ইসলাম আকাশ,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মুনতাসীর,মোহাম্মদ এমরান হোসেন,আরিফ শাহ, নাওশদ নাসের,জোবায়ের শাহ,মোহাম্মদ হেলাল,ফাহিম শাহ,মোহাম্মদ বেলাল,সবুজ,মোঃ শাকিব,ইশমাম সহ প্রমুখ৷

আরও উপস্তিত আমান উল্লাহ পাড়া শাহী জামে মসজিদের সহ সভাপতি ফারুক আহমদ,সাধারন সম্পাদক আবু তাহের,ইসমাইল সাওদাগর,মামুনুর রশিদ,ফরিদ উদ্দিন খান মিল্টন,হাসান আলী,ফরিদুল আলম,জহিরুল ইসলাম হেলাল,আরফ আলী সেকান্দর ও আনসার আলী সহ প্রমুখ৷

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ