মঙ্গলবার, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আবদুল মালেক চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

মো. মাইনউদ্দীন, সন্দ্বীপ: সন্দ্বীপের শিক্ষা ক্রিড়া ও সমাজসেবা মুলক সংগঠন আবদুল মালেক চেয়ারম্যান লেদু চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা প্রথম বারের মত সাউথ সন্দ্বীপ কলেজ কেন্দ্রে শুক্রবার সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রভাষক আবদুল মান্নান ও কেন্দ্র সচিব প্রধান শিক্ষক আবদুল হান্নান জানান, এ বছর প্রথম বার পরীক্ষায় আমাদের ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট ৯৮৬ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর সংখ্যা- চতুর্থ শ্রেণী ৩১২ জন, ৫ম শ্রেণী ৩৩২ জন, ৬ষ্ঠ শ্রেণী ১৯৪ জন ও ৮ম শ্রেণীর ১৪০ জন।
প্রতিষ্ঠান হাইস্কুল ১৩ প্রাথমিক বিদ্যালয় ৬২।

পরীক্ষা পদ্ধতি ও কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন সন্দ্বীপ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া, সপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, সাউথ সন্দ্বীপ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ বি এম ফিরোজ খান, আহসান জামিল টেকনিক্যাল সেন্টারের অধ্যক্ষ কামরুল হাসান, পরীক্ষার সমন্বয়ক ও আবদুল মালেক লেদু চেয়ারম্যান ফাউন্ডেশনের পরিচালক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মিহির রঞ্জন নাথ, মাইন উদ্দিন, সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজকর্মী নিজাম উদ্দিন, শাহরিয়ার হাসান সজিব, নজরুল ইসলাম, সাংবাদিক বাদল রায় স্বাধীন, ইলিয়াছ সুমন, নজরুল নাইম, নাইমুর রহমান দুর্জয়, পরিক্ষা ব্যবস্হপনা কমিটির আহ্বায়ক কাজী মাহবুবুর রহিম, সদস্য মো. শোয়াইব, ইবনুর সারমান ইরান, কিরণ আলী, মামুনুর রশিদ, মো. নাছির পনির প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ