ইউরোপের গতি ও কৌশলের কাছে লাতিন ছন্দের পরাজয় যে সহজে ঘটছে না, তারই সাক্ষী হয়ে রইলো যেন ঐতিহ্যবাহী ওয়েম্বলি। ইউরোজয়ী ইতালিকে ৩-০ গোলে বিধ্বস্ত করে লা ফিনালিসিমা জিতে নিলো লিওনেল মেসির আর্জেন্টিনা।
ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে যেন একরকম উড়িয়েই দিয়েছে আর্জেন্টিনা। তিন গোলে জেতা ম্যাচটিতে মেসি কোনো গোল না করলেও দুটি অ্যাসিস্টের পাশাপাশি চোখধাঁধানো নৈপুণ্যে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন তিনি।
টিওয়াইসি স্পোর্টসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মেসি বলেছেন, আজকের পরীক্ষাটি আমাদের দারুণ ছিল, কারণ ইতালি খুব ভালো দল। আমরা জানতাম ম্যাচটি খুব ভালো হতে চলেছে এবং শেষ চ্যাম্পিয়ন হতে পারায় খুবই আনন্দিত।
মেসি আরও বলেছেন, এভাবে আনন্দ নিয়ে শেষ করতে পারাটা সুন্দর। এই দলটা সুখ আর আনন্দ ছড়িয়ে দেয়, এখানে আসলেই আমার এমনটা মনে হয়। এর ওপর আমরা বেশ ভালো খেলেছি, আর আবারও দেখিয়ে দিয়েছি।
মাঠে উপস্থিত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, এটি অসাধারণ এক ফাইনাল ছিল। পুরো মাঠভর্তি আর্জেন্টাইন (সমর্থক), কী অসাধারণ অভিজ্ঞতা! আমরা এখানে খুবই সুন্দর সময় কাটালাম।