রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে আরাফাত রহমান কোকো স্মৃতি সারিয়াকান্দি প্রিমিয়ার লীগ (সিজন-১) অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সারিয়াকান্দি পাবলিক মাঠে আপনার সাথে সংগঠনের আয়োজনে সারিয়াকান্দি উপজেলা ও পৌর ছাত্রদলের তত্ত্বাবধানে উক্ত খেলাটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। উক্ত খেলায় উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মী, সমর্থকরা উপস্থিত ছিলেন।