শনিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

আশুগঞ্জে নারীদের ক্ষমতায়নে কাজ করছে তথ্য আপা

তানভীর হাসান তৌফিক, আশুগঞ্জ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নারীর ক্ষমতায়নে কাজ করছে তথ্য আপা প্রকল্প। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলার সুবিধাবঞ্চিত নারীদের ক্ষমতায়নে কাজ করছে তথ্য আপ প্রকল্পটি। এ প্রকল্পের মাধ্যমে বিশেষ করে গ্রামের অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত কিংবা কম সুবিধাপ্রাপ্ত নারীর তথ্যে প্রবেশাধিকার এবং তাদের তথ্যপ্রযুক্তির সেবা দেওয়া হচ্ছে।

বৃহষ্পতিবার ১৩ অক্টোবর উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শারমিন আক্তার গনমাধ্যমকে জানান, উপজেলায় এ পর্যন্ত প্রায় ৭০ উঠান বৈঠক হয়েছে। প্রতিটি বৈঠকে ৫০ জন সুবিধাবঞ্চিত নারী অংশগ্রহণ করেছেন।

আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সি জানান, আমি বেশ কয়েকটি উঠান বৈঠকে অংশগ্রহণ করেছি। গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীরা তথ্য আপার মাধ্যমে বিভিন্ন ডিজিটাল সেবা পাচ্ছেন। এটি দেখে খুবই ভালো লেগেছে।

এ ব্যাপারে উপজেলার তথ্য সেবা কর্মকর্তা শারমিন আক্তার আরও বলেন,আমাদের অফিসের ২জন তথ্য সেবা সহকারী রয়েছেন তারা ফিল্ডে গিয়ে ডুর টু ডুর সেবা দিয়ে থাকেন, আশুগঞ্জের তথ্য আপা প্রকল্পের অধীনে উপজেলার সুবিধাবঞ্চিত নারীদের সেবার আওতায় আনা হবে। এপর্যন্ত তথ্য সেবাকেন্দ্রে ও উঠান বৈঠকের মাধ্যমে ৩২৬৫ সুবিধাবঞ্চিত নারীকে বিভিন্ন সেবা দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে তথ্যকেন্দ্রে ডুর টু ডুর প্রায় ২২ হাজার নারীকে সেবা দেওয়া হয়েছে। আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে

উপজেলা তথ্য কেন্দ্র অফিসে অনলাইনে মেয়েদের ভর্তি সংক্রান্ত, চাকরির আবেদনসহ সবধরণের অনলাইন ভিত্তিক আবেদন বিনামূল্যে করে দেওয়া হচ্ছে এবং “লাল সবুজ” অনলাইন প্লাটফর্মে নারী উদ্যোক্তারা ব্যাবসা করার সুযোগ পাচ্ছে। এছাড়া ও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নারীদের বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা সহ অন্যান্য সেবা দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অরববিন্দ বিশ্বাস বাপ্পী জানান, নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে ডিজিটাল সেবার কাজটি করে যাচ্ছে তথ্য আপা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সরকারি সেবাগুলো নারীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *