
ইছা হক, রাবি প্রতিনিধি: বাংলাদেশের অন্যতম বৃহৎ যুব ও শিক্ষাথীদের মিলনস্থল “ইউনাইটেড ন্যাশন্স ইউথ এন্ড স্টুডেন্টন্স এসোসিয়েশন অব বাংলাদেশ ”(ইউনিস্যাব) রাজশাহী বিভাগের উদ্যমী উদ্যেগে গত ৯-১০ সেপ্টেম্বর তারিখ দুইদিনব্যাপী অনুষ্ঠিত হয় স্বেচ্ছাসেবীদের নিয়ে দক্ষতা উন্নয়ন কর্মসূচি “স্কিল ইট”। ‘স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে নেতৃত্বের বিকাশ’ স্লোগানে বিশ্বাসী ইউনিস্যাব-রাজশাহী বিভাগ’ বিভিন্ন সময় শিক্ষার্থীবান্ধব ও সৃজনশীল কর্মসূচির আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে শুক্র ও শনিবার দুইদিনব্যাপী দুপুর ২টা থেকে বিকেল ৫ঃ৩০ টা পযর্ন্ত বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
ইউনিস্যাব – রাজশাহী বিভাগ তাদের স্বেচ্ছাসেবকদের জন্য বরাবরই আকর্ষনীয় এবং উত্তেজনাপূর্ণ দক্ষতা উন্নয়ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় এবারের আয়োজন “স্কিল ইট”। এই প্রতিযোগিতাটি প্রাথমিকভাবে ইউনিস্যাব – রাজশাহী বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত সদস্যদের উপর দৃষ্টি নিবদ্ধ করে। “স্কিল ইট” স্বেচ্ছাসেবকদের বিভিন্ন ধরণের সাংগঠনিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং কীভাবে একটি ইভেন্ট সবচেয়ে কার্যকর এবং দক্ষতার সাথে সংগঠিত করতে হয় তা পরীক্ষা করে। টিমওয়ার্ক এবং উপস্থাপনা দক্ষতার মাধ্যমে, স্বেচ্ছাসেবকরা একটি সফল ইভেন্ট সংগঠিত করতে এবং তাদের যোগাযোগ দক্ষতা উন্নত করতে শিখতে পারে। স্বেচ্ছাসেবকরা কীভাবে তাদের প্রতিভা বাড়ানো এবং তাদের সম্ভাবনা অন্বেষণ করা যায় সে বিষয়ে নির্দেশনা প্রদানের জন্য একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারীদের একটি বাস্তব-জীবনের পরিস্থিতিতে রাখা হয় যেখানে তারা দলবদ্ধভাবে একটি কাঠামো তৈরি এবং অভিজ্ঞতা অর্জনের জন্য প্রতিটি সাংগঠনিক বাধা অতিক্রম করে এবং তাদের আসন্ন প্রচেষ্টায় তাদের প্রয়োগ করবে।১ম দিন অংশগ্রহণকারীরা সম্মানিত বিচারকরা সাংগঠনিক এবং বিভিন্ন সমস্যা সমাধান সম্পর্কে উপদেশ প্রদান করেন।২য় দিন চূড়ান্ত প্রতিযোগিতায় দলগুলি তাদের সমস্যাগুলোর সমাধান প্রস্তুত করে তা বিচারকদের সামনে উপস্থাপন করে।
এই অনুষ্ঠানে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ইউনিস্যাব রাজশাহী বিভাগের অ্যালামনাই সদস্য মোঃ ইন্তিশার কবির,জয় বড়ুরা ,মানব সম্পদ ব্যবস্থাপনা সমন্বয়কারী আমিনুল ইসলাম রাহাত এবং রেদওয়ান উদ্দিন ডলার। এ সময় আরো উপস্থিত ছিলেন আঞ্চলিক সম্পাদক সাব্বির আহমেদ , সহকারী আঞ্চলিক সম্পাদক তানজিল আহসান সহ ইউনিস্যাব রাজশাহী বিভাগের সাবেক ও বর্তমান কর্ণধারবৃন্ধ। এসময় বর্তমানের আঞ্চলিক সম্পাদক সাব্বির আহমেদ বলেন, ‘‘স্কিল ইট” সকল স্বেচ্ছাসেবকদের জন্য তাদের সাংগঠনিক এবং সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শন করার একটি চমৎকার সুযোগ। স্বেচ্ছাসেবকদের ভবিষ্যতে একজন ভালো সংগঠক এবং একজন চমৎকার উপস্থাপক হিসেবে গড়ে তুলতে পারবে।