সোমবার, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ইউপি চেয়ারম্যানের অনুপস্থিতিতে দায়িত্ব সামলাবেন প্যানেল চেয়ারম্যান

যায়যায় কাল প্রতিবেদক : সরকার পতনে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদে অনুপস্থিত রয়েছেন চেয়ারম্যানরা; এ অবস্থায় কাজ চালাতে প্যানেল চেয়ারম্যান কিংবা প্রশাসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক পরিপত্রে অবিলম্বে এটি কার্যকরের কথা জানানো হয়।

তুমুল গণআন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের ক্ষমতার অবসান ঘটে। এরপর সহিংস পরিস্থিতিতে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে নির্বাচিত আওয়ামী লীগ সমর্থিত জনপ্রতিনিধিরা আত্মগোপনে চলে যান। ধারাবাহিকভাবেই তারা কর্মস্থলে অনুপস্থিত থাকছেন।

এ অবস্থায় স্থানীয় সরকারের এসব অঙ্গপ্রতিষ্ঠানে বিকল্প নেতৃত্ব দিয়ে কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার।

স্থানীয় সরকারের জারি কার পরিপত্র অনুযায়ী, দেশের যেকোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে জনসাধারণের সেবাকাজ বিঘ্নিত হলে সেখানে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকরা নিজ নিজ অধিক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্যানেল চেয়ারম্যানদেরকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করবেন।

আর প্যানেল চেয়ারম্যানরাও অনুপস্থিত থাকলে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা সহকারী কমিশনারকে (ভূমি) এসব ক্ষমতা অর্পণ করবেন।

এর আগে দেশের ১২ সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে সেখানে প্রশাসনের কর্মকর্তাদের বসানো হয়। একইভাবে ৩২৩টি পৌরসভার মেয়রদেরকে অপসারণ করে প্রশাসক বসানো হয়। উপজেলা চেয়াম্যানদের সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে ইউএনওদের। সরানো হয়েছে ভাইস চেয়ারম্যানদেরও।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *