শুক্রবার, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ইবিতে রক্তিমার দিনব্যাপী পিঠা উৎসব

সাকিব আসলাম, ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের মাঝে শীতের আমেজ ছড়িয়ে দিতে দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করেছে স্বেচ্ছায় রক্তদান সংস্থা রক্তিমা।

সোমবার (১৩ জানুয়ারী) সকাল ১০ টার দিকে দিনব্যাপী অনুষদ ভবন সংলগ্ন বটতলায় রক্তিমা সংস্থা কর্তৃক এই উৎসবের আয়োজন করা হয়।

শীতের সকালে কুয়াশার চাদরে ঢাকা ঐতিহ্যের পরশে সাজানো উৎসবের আমেজ পরিলক্ষিত হয় শিক্ষার্থীদের মাঝে। সকাল থেকেই লোক সমাগমে ভরে উঠে ইবি বটতলা প্রাঙ্গন। এবারের শীতের প্রথম পিঠা উৎসব হওয়াতে সাধারণ শিক্ষার্থীদের মধ্য ব্যাপক উচ্ছাস দেখা যায় পিঠা উৎসবকে কেন্দ্র করে। স্টলে স্টলে বাঙালির ঐতিহ্যবাহী বাহারি পিঠার পসরা দেখে তারা মুদ্ধতা প্রকাশ করে।

এসময় উৎসব পরিদর্শন করতে আসেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন। এছাড়া সংস্থাটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রক্তিমা উৎসব পরিদর্শনে এসে টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, “এবারের শীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম পিঠা উৎসব এটি ৷ সেই হিসেবে রক্তিমা এগিয়ে গেলো পিঠা উৎসবের আয়োজনের ক্ষেত্রে ৷

ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, শীতকালে বিভিন্ন ধরনের পিঠা সবার জন্য স্বতন্ত্র মনে হবে। এধরনের উৎসব বার বার হোক সেটা আমি চাই। এমন আয়োজনে প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা তা করবো। তিনি আরো বলেন বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতা থাকলে আমার মনে হয় লেখা পড়ার বাইরে এ ধরনের সৃজনশীল কাজকর্মের আয়োজন করতে পারে শিক্ষার্থীরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *