
মশিউর রহমান টুটুল, জামালপুর: জামালপুরের ইসলামপুরে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যেগে অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে ।
পৌর শহরের পুরাতন মার্কাজ মসজিদ শাহ বারেক ফকির বাড়ী সন্নিবেশিত কবরস্থান এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকালে প্রায় দুই শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণে তানভীর আহমেদ সোহেলের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর শহর যুবদলের সাধারণ সম্পাদক মনির খান লুহানীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, সাবেক মন্ত্রী পরিষদের সচিব মাননীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া উপদেষ্টা ও ইসলামপুর উপজেলা বিএনপি’র সাবেক সফল সভাপতি এ এসএম আব্দুল হালিম।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন, সাবেক ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা বিএনপি সহ-সভাপতি নবী নেওয়াজ খান লুহানী (বিপুল), জেলা বিএনপি বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর বিএনপি সভাপতি জয়নাল আবেদীন সরকার,জামালপুর জেলা শাখা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক,জামালপুর জেলা শাখা মানবাধিকার সংস্থার সভাপতি হুমায়ুন খান লুহানী, জামালপুর জেলা শাখা জিয়া সাংস্কৃতিক সংগঠনের যুগ্ম আহবায়ক শহীদুর রহমান শহীদ, যুগ্ম আহবায়ক আতিকুর রহমান শাহীন সহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।