খাঁন মো. আ. মজিদ
একূল গেল, ওকূল গেল
কোন কূলে ঠাই হলোনা।।
দয়া কর বাবা গরীবশাহ্ ।।
তুমি বিনে কেউ নাই (২)
গোডাউনের মাল হল খালি
হইতা যদি বনমালি ।।
মহাজনে হিসাব নেবে ।।
বল আমি কোথায় যাই (২)
এই ভবেতে আইছিস একা
আবার যাইতে হবে একা ।।
সঙ্গের সাথী কেউ হবেনা ।।
এই দুঃখ কারে জানাই (২)
মজিদ পাগল কেঁন্দে বলে
দেখা দিও মরণের কালে ।।
আমায় ফেলে যেওনা চলে ॥
তুমি বিনে অগতির গতি নাই (২)