খাঁন মো. আ. মজিদ
কত জানা হইল পাগল
গরীবশাহের নাম শুনিয়া।।
দয়াল তোমার পাইবার আশায়
কত পাগল ফকির বসিয়া
তোমায় যায় ডাকিয়া ।
মজিদ পাগল যায় কাঁন্দিয়া (২)
আমার খাচার পাখি যাবে উড়ে
কোন বা বনের মাঝে
আরকি পাখি আসবে ফিরে
আপন খাচায় রে (২)
এ দুনিয়ার রঙ্গ রসে
সাধের যৌবন যাবে ভেসে
প্রাণ পাখিটা উড়ে যাবে ॥
কেউ তো জানে না রে (২)
আইছি একা যাব একা
কেউ হবেনা প্রাণের সখা ॥
পাখি আমায় দিবে ধোকা ॥
কেউ পাবেনা টের (২)
ডাইনে মাটি বামে মাটি
আপন ঘরে নাইরে খুটি ॥
করিসনা আর পরিপাট্টি ॥
ঘুমাইবে যখন অকাতরে (২)
মজিদ পাগল ভেবে বলে
না জানিনা তার ঠিকানা
পাইবা নারে পাড়ের টিকিট খানা ॥
সেদিন হাইকোর্টের মাজারে (২)