
মো. নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার: কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নে “ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার পোগলা ইউনিয়নের বাদেপোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ প্রাথমিক শিক্ষা পদক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৩নং পোগলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজাজ উদ্দিন খান এর সভাপতিত্বে ও শুনুই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চয়ন কুমার তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম টুটন ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং পোগলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাচ্চু,পোগলা ইউনিয়ন বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসায়ী ইদ্রীস মিয়া,কলমাকান্দা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক আব্দুল্লাহ আল রোমান,উপজেলা যুবদলের সদস্য আব্দুল হেকিম।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জিয়া সাইবার ফোর্সের সহ সভাপতি মোঃ ইমন উদ্দিন বাদেপোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বিদ্যা মিয়া সহ ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ কয়েকশত ছাত্রছাত্রী। পরে অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয় ভিত্তিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।