
মোহাম্মদ রাসেল মিয়া, কসবা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম এর নির্দেশে এবং কসবার সার্কেল এসপি মো. কামরুল ইসলাম ও কসবা থানার অফিসার ইনচার্জ তদন্ত মো. হাবিবুর রহমান এর নেতৃত্বে এবং এস আই খায়রুল ইসলাম এর সহযোগীতায় গত রাত্রে কসবা পৌরসভার কালিকাপুর এলাকা হতে মাদক অভিযান চালিয়ে কসবার মাদক সম্রাট মো. মনির হোসেন ওরফে কালা মনির সহ ৪ জনকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ।
মাদক অভিযান কালে কালা মনিরের ঘর থেকে ৪৪ কেজি গাঁজা, ফেনসিডিল ৫৫ বোতল, বিদেশী মদ ১২ বোতল, স্কোপ একটি ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। কসবা থানায় কালা মনিরের পূর্বে ১২টি মামলা সহ বর্তমানে ১৪ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন মো. মনির হোসেন(৪০) ওরফে কালা মনির পিতা-মৃত রহিজ মিয়া, মো. খলিল মিয়া (৩২) পিতা-মৃত আব্দুর রশিদ, মো. সোহেল মিয়া (২২) পিতা দুদু মিয়া উভয় গ্রাম কালিকাপুর
মো. হৃদয়(১৮), পিতা আমির হোসেন গ্রাম খারপাড়া।
কসবার সার্কেল এসপি কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন- কসবা থানা হতে মাদক নির্মূল করার জন্য সর্বদায় পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন মাদক কারবারীরা যতই শক্তিশালী হোক না কেন তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কসবা থানার অফিসার্স ইনচার্জ তদন্ত মো. হাবিবুর রহমান বলেন মাদক কারবারিরা কোথায় থেকে মাদক সংগ্রহ করে এবং কোথায় বিক্রি করে সেই বিষয়ে আমরা তৎপর হয়ে কাজ করে যাচ্ছি ।মাদক কারবারীদের কোন অবস্থাতে ছাড় দেওয়া করা হবে না। মাদক কারবারিরা দেশ ও জাতির শত্রু। ইতিমধ্যে গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে কসবা থানায় মামলা রুজু করা হয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।