
মোহাম্মদ রাসেল মিয়া, কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক পাচার কালে ৮কেজি গাঁজা ও গাঁজা বহনকারী সি এন জি সহ এক মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করেছে থানা পুলিশ। গ্ৰেফতার কৃত মাদক ব্যবসায়ী উপজেলার কামাল পুর গ্ৰামের মৃত আঃ মালেক মিয়ার ছেলে, মোঃ বিল্লাল মিয়া (৩৫) বুধবার (১৯অক্টোবর) সিনিয়র সহকারী পুলিশ সুপার, কসবা সার্কেল মোঃ কামরুল ইসলামের দিক-নির্দেশনায় এবং কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন, পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এস আই মোঃ খায়রুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ভোর ০৫.২৫ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন ৯নং কায়েমপুর ইউনিয়নের মঈনপুর বাজারে প্রবেশ মুখে জনৈক মহসিনের দোকানের সামনে কসবা টু নয়নপুর বাজার গামী রোড থেকে মাদক পাচার কালে মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন (পিপিএম) বলেন,পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদক অভিযান চলছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কসবা থানায় নিয়মিত আইনে মামলা রুজু করা হয়েছে।