মো. হাসমত উল্লাহ, লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রামে প্রফিড ফাউন্ডেশন কার্যালয়ে ফ্রি কম্পিউটার প্রশিক্ষন সমাপনী অনুষ্ঠিত হয়।
পিএফ আইটি ট্রেনিং সেন্টারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় প্রফিট ফাউন্ডেশন এর বাস্তবায়নে ৩ মাসব্যাপী ফ্রি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন প্রশিক্ষণ কোর্স প্রকল্প সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পিএফ এর নিবার্হী পরিচালক মো. নুরুজ্জামান আহমেদ এর সভাপতিত্বে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানের গুরুত্বারোপ করে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জের উপজেলা নিবার্হী অফিসার জহির ইমাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. আব্দুর রাজ্জাক উপজেলা আইসিটি অফিসার মো. মোস্তফা চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, দলগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মো. নুরুল হক, পিএফ এর চেয়ারম্যান মোছা. মোতাহারা বেগম প্রমুখ।
প্রশিক্ষণ কোর্সের সার্বিক সহযোগিতা প্রদান করেন প্রফিট ফাউন্ডেশন এর আইটি প্রশিক্ষক মো. শাহাবুর আলম ও নির্বাহী সদস্য মো. দেলোয়ার হোসেন ।
প্রধান অতিথি কালিগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার জহির ইমাম বলেন যে, প্রফিট ফাউন্ডেশন ফ্রি ৩ মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম খুবই ভালো ও সুন্দর পরিবেশ। আগামীতে আরো ব্যাপকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম করার উৎসাহ প্রদান ও সহযোগিতার আশ্বাস দেন। প্রশিক্ষণ কোর্স প্রকল্প সমাপনী অনুষ্ঠানে ২ জন প্রশিক্ষণার্থী সংক্ষিপ্ত বক্তব্যে প্রদান করেন। প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে ১০০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।