
নুরুল ইসলাম, গাইবান্ধা: ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে কুপতলায় বিশাল গরু-ছাগল, হাঁস মুরগীর হাট। এ হাটের উন্নয়ন ও নিরাপত্তা বিষয়ে একটা সুধী সমাবেশ সোমবার অনুষ্ঠিত হয়ে।
কুপতলা বনিক সমিতির সভাপতি হাসনাইন আল আরাফাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন মো. আব্দুস সবুর, মাওলানা সাইফুল ইসলাম চৌধুরী, সাবেক অধ্যাপক তাজুল ইসলাম বকুল, মো. লোকমান হোসেন, সাইদুর রহমান মন্ডল, রফিকুল ইসলাম দুতুল, জামিনুল ইসলাম মাস্টার, সাইদুর রহমান মন্ডল সাদা ও হাট কমিটির সাধারন সম্পাদক মো. রুহুল আমিন তমাল।
সভায় আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে গাইবান্ধা জেলা প্রশাসকের পরামর্শে সহকারী কমিশনার (ভুমিকা) গাইবান্ধা সদর নিরাপত্তা ও হাট বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
এ ছাড়াও ঐতিহ্যবাহী পুরাতন এ হাটে কেউ যদি বিশৃঙ্খলা, চাঁদাবাজি বা অনৈতিক কোন কর্মকাণ্ডের চেষ্টা করে তাহলে এলাকাবাসী, সুধীসমাজ ও প্রশাসনিকভাবে প্রতিরোধের লক্ষ্যে গণস্বাক্ষর গ্রহণ করা হয় এবং তা জেলা প্রশাসক বরাবরে প্রেরণের সিদ্ধান্ত হয়। সেই সাথে প্রতি শনিবার ও বুধবার দেশের প্রত্যন্ত অঞ্চল ব্যবসায়ীরা নির্বিঘ্নে গরু, ছাগল, হাঁস-মুরগি, কবুতর, রিকশা-ভ্যান, সাইকেল ক্রয়-বিক্রয় করতে পারবেন। খাজনার পরিমাণ সীমিত।
এ ব্যাপারে হাট কমিটি ও বনিক সমিতির সভাপতি হাসনাইন আল আরাফাত এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন তমাল জানান, দূর-দূরান্তের ব্যবসায়ীদের থাকা. খাওয়ার সু-ব্যবস্থাসহ সকল স্তরের ক্রেতা-বিক্রেতাদের হাটে নিরাপত্তা থাকবে। এ ছাড়াও হাটে দর্শনার্থীদের জন্য বিনোদন মৃলজ লাঠি খেলা, পাতা খেলাসহ বিভিন্ন আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। পুরাতন ঐতিহ্যকে ফিরিয়ে আনতে জেলার বিভিন্ন ব্যবসায়ী মহল, সুধী সমাজ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে হাট কমিটি জানান।