
শাহ ইমরান, জেলা প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লা বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, ১ টি ম্যাগজিনসহ সেতেরা আক্তার (২৪) কে আটক করছেন কোতোয়ালি মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা দৌলতপুর ছায়াবিতান এলাকা মাজুল ইসলাম এর ভাড়া ঘর থেকে উদ্ধার করা হয়। আটককৃত সেতারা বেগম দৌলতপুর ছায়াবিতান এলাকার হানিফ মিয়া কন্যা। বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আহমেদ সনজুর মোর্শেদ।
থানা সুত্রে জানা যায়- শুক্রবার রাতে কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই (নিঃ) খাজু মিয়া এবং সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন দৌলতপুর ছায়াবিতান এলাকা মাজুল ইসলাম এর ভাড়া ঘর থেকে তল্লাশী করে ০১টি বিদেশী পিস্তল, ০২ রাউন্ড গুলি ও ০১টি ম্যাগজিন সহ আসামী সেতারা আক্তার (২৪)কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত অপর এক আসামী মো: দাউদ (৩০) পালিয়ে যায়।
এ ঘটনায় শনিবার সকালে দুইজনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি জানান, আহমেদ সনজুর মোর্শেদ জানান- পুলিশের অভিযানে বিদেশী পিস্তল, রাউন্ড গুলি ও টি ম্যাগজিন একজনকে আটক করেছেন। এ ঘটনায় শনিবার মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করেন।