
শাহ ইমরান,কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় প্রথম ধাপে চার উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ দুপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার,সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো:মুনির হোসাইন খান। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দ সামছুল তাবরেজ, অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম।
প্রার্থীদের হাতে প্রতীক তোলে দেন, সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মুনির হোসাইন খান। চার উপজেলায় মোট ১৪ জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান ১২ ও মহিলা ভাইস চেয়ারম্যান ১১জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।