রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুষ্টিয়ায় ইউপি কার্যালয়ে চেয়ারম্যানকে গুলি করে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নইম উদ্দিন সেন্টু নিজ কার্যালয়ে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হামলার শিকার হন তিনি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইউপি চেয়ারম্যান তার নিজের কার্যালয়ে কাজ করছিলেন। দুর্বৃত্তরা ইউনিয়ন পরিষদের জানালা দিয়ে তাকে গুলি করেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। ঘটনাস্থলেই তিনি মারা যান।

কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন।

তবে বিস্তারিত কিছু জানাতে পারেননি এসপি।

স্থানীয় বিএনপি নেতারা জানান, চেয়ারম্যান নঈম উদ্দিন এক সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন। পরে দীর্ঘদিন তিনি দলীয় রাজনীতি থেকে দূরে ছিলেন। বিগত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ